Description : সন্মানিত সুধী,
চতুর্থ শিল্পবিপ্লবের সূচনালগ্নে একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের নয়নমণি সন্তানদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আমাদের একটু ধৈর্য ধরে শিক্ষা গবেষকদের প্রতি আস্থা রাখতে হবে।
জাতীয় শিক্ষাক্রমে নতুন যে পরিবর্তন আসছে তাতে আমাদের সন্তানেরা শিখবে প্রতিযোগিতা নয়, সহযোগিতা।আরো শিখবে কেড়ে বা অন্যায় ভাবে নেয়া নয়, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন।
সুন্দর করে যোগাযোগ করতে শিখবে। প্রশ্ন করতে শিখবে।
নম্বর নয়, যোগ্যতা অর্জন করতে শিখবে। হেরে গিয়ে ওঠে দাঁড়াতে শিখবে। অন্যকে সাহায্য করা শিখবে।