Opening Hours : Sunday to Thursday - 7:30 Am to 5:00 Pm
গ্রীক পন্ডিত প্লেটো প্রায় আড়াই হাজার বছর পূর্বে বলেছেন, ‘জ্ঞানই গুণ’(Knowledge is virtue) । প্রায় দুই হাজার বছর পর রেঁনেসার বরপুত্র বৃটিশ দার্শনিক ফ্রেন্সিস বেকন বলেছেন,‘জ্ঞানই শক্তি’ (Knowledge is power)। এই জ্ঞান অর্জনের সূতিকাগার হিসেবে বিবেচিত হয় শিক্ষাপ্রতিষ্ঠান। জ্ঞান বিতরণের কাজটি করেন শিক্ষকগণ। শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ ও উন্নয়নে শিক্ষকের ভূমিকা অনন্য সাধারণ। তাই অকপটেই বলা যায়, শিক্ষকতা পেশা শুধু চাকরি নয়, এটি একটি আদর্শ। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির শিক্ষকগণ এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি প্রতিশ্রুতিশীল, মান সম্মত, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রাচীন যুগের ’টোলের’ শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সংমিশ্রণ ঘটিয়ে নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
শিক্ষকদের সমস্ত ভালো কাজের সমর্থন পরিচালনা কমিটি দিয়ে যাচ্ছেন।
জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। বর্তমান ও ভবিষ্যতে দারিত্ব যাদের স্কন্ধে অর্পিত তারা দেশ ও জাতি, শিক্ষার্থী ও অভিভাবক, প্রত্যশা ও প্রাপ্তির মধ্যে সমন্বয় করতে পারলে দেশে মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দৈন্যতা ঘুচবে। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি একটি মানসম্মত আদর্শ শিক্ষাসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে আত্মপ্রকাশ করে নিজের গৌরব প্রতিষ্ঠা করেছে। শিক্ষার উন্নয়নে বর্তমান শিক্ষা বান্ধব সরকার যথেষ্ঠ আন্তরিক। সরকারের ভিশন ২০২১ এর সফল বাস্তবায়ন এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গঠনের জন্য সরকারের প্রচেষ্টা সর্ব মহলে সমানভাবে প্রসারিত ও প্রশংসিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি মেধা, মনন, পরোপকারী ও সদাশয় মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন পূর্ণ মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলবে এটাই আমার প্রত্যাশা।
প্রফেসর আবদুস সালাম হাওলাদার
সভাপতি, গভর্নি বডি
There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomised words which.
There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomised words which.
There are many variations of passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected humour, or randomised words which.