• iconSher-e-Bangla Nagar, Dhaka-1207
  • icondhaka1268_1379@yahoo.com

Opening Hours : Sunday to Thursday - 7:30 Am to 5:00 Pm

icon

Need Help? call us number

02-48116183

All Notice

SL Date Notice Head Description File
1 2024-09-04 এইচএসসি ২৪ পরীক্ষার্থীদের জরুরী নোটিশ এইচএসসি -২০২৪ পরিক্ষার্থী, তোমাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৪রোজ বৃহস্পতিবার নিম্নোক্ত কাগজ পত্র অবশ্যই কলেজে জমা দিবে ১. জেএসসি পরীক্ষার মার্কশীট এর ফটোকপি। ২.এসএসসি পরীক্ষার মার্কশীট এর ফটোকপি। ৩. এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড এর ফটোকপি। এই কাগজ গুলো তোমাদের এইচএসসি ফলাফল তৈরির জন্য বোর্ড এ পাঠানো হবে। মাহবুব ফেরদৌস অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি।
2 2024-08-17 একাদশ শ্রেণির ক্লাস প্রসঙ্গে সরকারের নির্দেশনা মোতাবেক আগামীকাল ১৮/০৮/২০২৪ ইং হতে যাথারীতি শ্রেণি কার্যক্রম চলবে। একাদশ ১ম বর্ষের (সেশন:২০২৪-২৫) ক্লাসের সময় সূচি প্রভাতী( মেয়ে): সকাল ৮টা হতে দিবা(ছেলে) : সকাল ১০ টা হতে মাধ্যমিক শাখা, কলেজ শাখা(দ্বাদশ) ও প্রাইমারী শাখার শ্রেণি কার্যক্রম পূর্বে সময় ও রুটিন অনুযায়ী চলবে।
3 2024-08-14 নোটিশ
4 2024-08-07 ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অরিয়েন্টেশন ক্লাস শুরুর প্রসঙ্গে ক্লাস শুরুর সময় সূচি পরবর্তিতে ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং অভিভাবকদের মুঠোফোনে এসেমেস এর মাধ্যমে জানানো হবে।
5 2024-08-07 ২০২৪- ২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে আগামী ১১/০৮/২৪ ইং হতে পুনরায় অনলাইনে আবেদন করা যাবে।
6 2024-08-02 ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে
7 2024-05-27 ২০২৪/২৫ সেশনে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২৬/৫/২৪ থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন ও ভর্তি
8 2024-05-17 একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষা প্রসঙ্গে পরীক্ষা শুরু ০২/০৬/২০২৪
9 2024-05-16 Admission going on College session 2024-25 Admission going on College session 2024-25
10 2024-05-10 রচনা প্রতিযোগিতা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০২৪ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা।
11 2024-05-08 উপবৃত্তির ফরম
12 2024-05-04 কলেজ ক্লাস শুরু প্রসঙ্গে শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনা মতে আগামীকাল হতে কলেজে যথারীতি ক্লাস চলবে। ক্লাসের সময় সূচি: প্রভাতী শাখা( একাদশ ও দ্বাদশ) ::সকাল ৭টা হতে দিবা শাখা( একাদশ ও দ্বাদশ): সকাল ৮টা হতে অধ্যক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি
13 2024-03-17 ২০২৩ সনের এইচ.এস.সি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র/ ছাত্রী দের বিশেষ ক্লাস শুরু আগামী ১৯/০৩/২০২৪ খ্রি: হতে ২০২৩ সনের এইচ.এস.সি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ ক্লাস শুরু হবে। ক্লাস সূচি: প্রভাতী সকাল ৯টা হতে দিবা: সকাল ১০ টা হতে
14 2023-11-05 নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারের ব্যাখা সন্মানিত সুধী, চতুর্থ শিল্পবিপ্লবের সূচনালগ্নে একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের নয়নমণি সন্তানদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আমাদের একটু ধৈর্য ধরে শিক্ষা গবেষকদের প্রতি আস্থা রাখতে হবে। জাতীয় শিক্ষাক্রমে নতুন যে পরিবর্তন আসছে তাতে আমাদের সন্তানেরা শিখবে প্রতিযোগিতা নয়, সহযোগিতা।আরো শিখবে কেড়ে বা অন্যায় ভাবে নেয়া নয়, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন। সুন্দর করে যোগাযোগ করতে শিখবে। প্রশ্ন করতে শিখবে। নম্বর নয়, যোগ্যতা অর্জন করতে শিখবে। হেরে গিয়ে ওঠে দাঁড়াতে শিখবে। অন্যকে সাহায্য করা শিখবে।
15 2023-10-20 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে দেয়ালিকা পদর্শন
16 2023-10-15 Vaccines on vaginal cancer Take vaccines on vaginal cancer on 16 and 17 October from 7:30 am - 11:00 am at our campus, you must registration on www.vaxepi.gov.bd contact your class teacher. Principal BSMA
17 2023-10-14 ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ইউনিফর্ম প্রসঙ্গে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৫/১০/২০২৩ খ্রি: হতে কলেজ ইউনিফর্ম ব্যতিত ক্লাসে উপস্থিত হওয়া যাবে না। নির্দেশক্রমে অধ্যক্ষ
18 2023-09-26 একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্র ১.পাসপোর্ট সাইজ ছবি ৫ কপি ২. এডমিট ও রেজি কার্ডের ফটোকপি ৩. একাডেমিক ট্রান্সকিপ্ট ৪.বাবা মায়ের এন আই ডি কার্ডের কপি
19 2023-09-26 একাদশ শ্রেণির ভর্তির প্রয়োজনীয় কাগজ পত্র প্রসঙ্গে ভর্তি হতে যা যা লাগবে,,, ১। পাসপোর্ট সাইজ ছবি ৫ কপি ২। SSC এডমিট ও রেজি. কার্ডের ফটোকপি ৩। একাডেমিক নম্বর পত্রের ফটোকপি ৪।জন্মনিবন্ধন কপি ( অনলাইন) ৫। বাবা মায়ের এন আইডি কার্ডের ফটোকপি
20 2023-09-08 Admission going on College session 2023-24 Admission going on College session 2023-24